স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে গত ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল নতুন স্মার্টফোন রিয়েলমি সি৮৫। এতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা সম্পন্ন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আল্ট্রা ব্যাটারি ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা।
ডিভাইসটি নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড আইপি৬৯ প্রো রেটিং। এই ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে। একইসাথে ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১২০০ নিট পিক ব্রাইটনেস। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোপ্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে। রিয়েলমি সি৮৫ পাওয়া যাচ্ছে সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু এই দুইটি রঙে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ২০,৯৯৯ টাকা।
নগর-মহানগর: গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি