image

দেশের বাজারে অপো এ৬ এর বিক্রি শুরু

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ স্মার্টফোন অপো এ৬-এর (৮ জিবি + ১২৮ জিবি) বিক্রি শুরু করেছে অপো। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আইপি৬৯ প্রোটেকশন সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেম। রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা সহ এই স্মার্টফোনে রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং।

এর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। ডিভাইসটির এআই লিঙ্কবুস্ট ৩.০ জনবহুল এলাকাতেও শক্তিশালী কানেক্টিভিটি নিশ্চিত করে; এর এআই গেমবুস্ট ২.০ গেম ব্রেকের সময় রেসপনসিভনেস আরও সমৃদ্ধ করে।

যারা ও’ ফ্যানস ফেস্টিভালের সময় ফোনটি কিনছেন তাদের জন্য ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশ নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও থাকছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার সহ সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার উইন্টার হুডি।

অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি রঙে ফোনটি দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ২৬,৯৯০ টাকায়।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি