image

ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

টানা পাঁচ কার্যদিবস দরপতন শেষে একদিন উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার,(২৩ ডিসেম্বর ২০২৫) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো বড় দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি সংখ্যকে দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটি প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচকও কমেছে। তবে, বাছাই করা শেয়ারের সূচক বাড়ার পাশাপাশি ডিএসইর সার্বিক লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসইতে বড় দরপতন হলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনেও গতি বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪টির, বিপরীতে ২৪২টির দর কমেছে। এই দরপতন হওয়া সিকিউরিটিজের সংখ্যা দরবৃদ্ধির চেয়ে ২ দশমিক ৮৮ গুণ বেশি। আর দিনশেষে ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১০০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সোমবার ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ১১ কোটি ৪৬ লাখ টাকা।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও মঙ্গলবার সবগুলো মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২১ পয়েন্টে উঠেছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার এক্সচেঞ্জটিতে মোট ১৭২টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্য ৬৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ৪৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মঙ্গলবার ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি