image
গেদে প্রিয়ান্দানা

এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার পেস বোলিং অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা।

মঙ্গলবার, (২৩ ডিসেম্বর ২০২৫) বালিতে ইন্দোনেশিয়ার ১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৪ রান তুলে কম্বোডিয়া। ১৬তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম তিন বলে কম্বোডিয়ার শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনকের উইকেট শিকার করে হ্যাটট্রিক কারার পর চতুর্থ বল ডট দিয়ে পেসার প্রিয়ান্দানা পঞ্চম বলে মংদারা ও শেষ ডেলিভারিতে ভেনাককে আউট করে বিশ্ব রেকর্ডের জন্ম দেন । ফলে ১৬ ওভারে ১০৭ রানে অলআউট হয় কম্বোডিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে প্রিয়ান্দানা এক ওভারে ৫ উইকেট শিকার করলেও, এরআগে ঘরোয়া টি-টোয়েন্টিতে দু’বার এমন ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। এরমধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি