image
ছবি: সংগৃহীত

সূচকের উত্থান, কমেছে লেনদেন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ০৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছে

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ০৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার, ডিএসইতে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪০৭ কোটি ৪১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮ টি কোম্পানির, বিপরীতে ১২৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার, ডিএসইতে লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাঙক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম কটন, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ফাইন ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং উত্তরা ব্যাংক পিএলসি।

বুধবার, ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৫ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, ইজেনারেশন, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান, রূপালী ব্যাংক, বিকন ফার্মা এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলস।

বুধবার, ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ০৬ বা ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং ফাইন্যান্স শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি, রেনউইক যজ্ঞেশ্বর এবং এপোলো ইস্পাত।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি