image

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০ শেয়ারের দর বেড়েছে।

মঙ্গলবার, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০০০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া টাকার অংকে লেনদেন সামান্য বেড়ে ৩৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০০০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার, ডিএসইতে ৩৫৪ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৯ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮০টি কোম্পানির, বিপরীতে ১২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার, ডিএসইতে লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১০ কোটি ৭৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, সায়হাম কটন মিলস এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার, ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিটি ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইলস, রানার অটো, ইস্টার্ন লুব্রিকেন্টস, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

মঙ্গলবার, ডিএসইতে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এপোলো ইস্পাত কমপ্লেক্স, পিপলস লিজিং, আইসিবি ইসলামিক ব্যাংক এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি