image
ছবি: সংগৃহীত

পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৭ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ২ পয়সা যা শতাংশের হিসাবে প্রায় ২৪ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৯ টাকা ৯০ পয়সা। ফলে ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১৩ পয়সা বা প্রায় ১ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫২ টাকা ৬৯ পয়সা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি