image

ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। ব্যক্তিশ্রেণির করদাতারা ই-রিটার্ন দাখিলে অসমর্থ হলে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর অঞ্চলে আবেদনের সুযোগ পাচ্ছেন। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করা হয়েছিল আগেই। বলা হয়েছিল, ই-রিটার্ন দাখিলে অসমর্থ হলে আগের মত দাখিলের সুযোগ চাইতে পারেন। এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের সময় বেঁধে দিয়েছিল কর আদায়কারী সংস্থাটি। সেই সময় কয়েক দফা বাড়ানোর পর আরেকদফা বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হল।

এর একদিন আগে রোববার ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় এক মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। চলতি করবর্ষে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হলেও ৬৫ বছর বা এর বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনজীবী প্রতিনিধিদের বেলায় এ বিধান প্রযোজ্য হবে না। তাদের বেলায় আইনজীবী প্রতিনিধিরা আগ্রহী হলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। প্রবাসীদের বেলায়ও অনলাইনে চাইলে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি