চলতি বছরের শুরুর দিন থেকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির জন্য বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারকদের ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক হল। বৃহস্পতিবার,( ০১ জানুয়ারী ২০২৬) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলেছে, “এর ফলে আজ থেকে ম্যানুয়ালি ‘ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) এর আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ হল।”
দেশের বন্ড ব্যবস্থাপনাকে ‘আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে’ ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা একমাস আগেই বলেছিল সংস্থাটি। ১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সিবিএমএস সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা দেওয়া হচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় এর ব্যবহার ‘কাঙ্খিত মাত্রায় পৌঁছেনি’।
এ বিধানের ফলে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ‘ইউপি’ গ্রহণ করতে হয়।
সিবিএমএস সফটওয়্যারে এই ‘ইউপি’ গ্রহণের মডিউল চালু হয় গত বছরের শুরুতে।
তবে অনলাইনে এটি গ্রহণ না করে বছরের শেষের দিকে এসেও বেশির ভাগ প্রতিষ্ঠান আগের মত ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছিল বলে এনবিআর তুলে ধরেছে।
এ সময়ের মধ্যে ব্যবহারকারীদের থেকে যেসব মতামত পাওয়া গেছে তা আমলে নিয়ে ‘প্রয়োজনীয় উন্নয়ন’ ও ‘সংশোধন’ করে অনলাইনে ‘ইউপি’ গ্রহণ পদ্ধতিকে ‘আরও ব্যবহারবান্ধব’ করা হয়েছে বলে দাবি করা হয় এনবিআরের তরফে।
এ বিষয়ে এনবিআর একটি পরিপত্র জারি করেছে। যাতে এটি ব্যবহারের সুবিধার কথা তুলে ধরা হয়েছে।
সুবিধাগুলো হল-এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে।কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে।বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে। এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমবে।