image

অনলাইনে বন্ড সুবিধার কাজ করতে পারবেন ব্যবসায়ীরা

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
অর্থনৈতিক বার্তা পরিবেশক

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা গ্রহণ ও দেওয়ার ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ওই সফটওয়্যার ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউপি নিতে পারছে। এ জন্য আর শুল্ক কার্যালয়ে যেতে হচ্ছে না। এই সফটওয়্যারের মাধ্যমে ইউপি-সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদন কার্যক্রম পুরোপুরি অনলাইনে সম্পন্ন হচ্ছে। এনবিআর মনে করছে, সিবিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে সেবা দেওয়ার প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; সনাতনী পদ্ধতিতে কাগজপত্র জমা দেওয়ার জটিলতা বন্ধ হবে অর্থাৎ ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ কমে আসবে; আবেদনের প্রক্রিয়া সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব হবে এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন মামলা ও বিবাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি