বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারে কিছুটা স্থিতিশীলতা এসেছে ঠিক। কিন্তু দেশের আর্থিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগে মন্থরতা দেখা দিয়েছে। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে অনিয়ন্ত্রিত খেলাপি ঋণ ও অত্যন্ত নিম্নহারের কর-জিডিপি অনুপাত এই বিষয়গুলো অর্থনীতির জন্য বড় সংকট। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান এসব কথা বলেন।
রোববার,(০৪ জানুয়ারী ২০২৬) রাজধানীর বনানীতে গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নিজস্ব
কার্যালয়ে ২০২৫ সালের নভেম্বর মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।
কামরান টি রহমান আরও বলেন, ‘ব্যবসায়িক আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা ও নীতিগত নিশ্চয়তা প্রয়োজন। সামগ্রিকভাবে অর্থনীতিকে টেকসই করতে শুধু সাময়িক সমাধান নয়, তার পরিবর্তে সুদূরপ্রসারী ও কার্যকর মধ্যমেয়াদী সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেন, ‘সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি। পরবর্তী সরকারকে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে বনের হরিণের মতো সতর্ক থাকতে হবে এবং আগাম সতর্কতা ব্যবস্থাপনা ও সংকট মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।’
সেমিনারে আরও বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার প্রমুখ। এছাড়া অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।