সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, (০৬ জানুয়ারী ২০২৬) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। সেই সাথে টাকার অংকে কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৮১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮ টি কোম্পানির, বিপরীতে ২২৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম কটন মিলস লিমিটেড, সামিট অ্যালায়েন্স, শাহজিবাজার পাওয়ার, সিটি ব্যাংক, রহিমা ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং রবি আজিয়াটা পিএলসি।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩৩ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলসের দর বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মতিন স্পিনিং, বিডিকম অনলাইন, রহিম টেক্সটাইল এবং শাশা ডেনিমস।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপোলো ইস্পাত। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্সের শেয়ার দর ১০ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, খুলনা প্রিন্টিং, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস এবং ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।