বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চলাচলকারী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার তারিখ পরিবর্তন করেছে। এ সংক্রান্ত পূর্ব ঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এখন ১ মার্চ থেকে এই ফ্লাইট স্থগিত করা হবে।
রোববার হজ ফ্লাইট পরিচালনাসহ কয়েকটি কারণে এই রুটের ফ্লাইট স্থগিতের ঘোষণা দেওয়ার মাত্র দুদিন পর মঙ্গলবার রাষ্ট্রীয় এই এয়ারলাইন নতুন তারিখ ঘোষণা করে। বিমানের পক্ষ থেকে বলা হয়, টিকেটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ পরিবর্তন করা হলো।
একই বিজ্ঞপ্তিতে বিমান পূর্ব ঘোষিত নীতির পুনরুল্লেখ করে জানায়, ‘ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
যাত্রীদের বিমান বাংলাদেশের ঢাকা বা লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৯ সালের অক্টোবর মাসে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে এবং একমাত্র এই এয়ারলাইনই এই রুটে সরাসরি সেবা দিয়ে আসছিল। তবে বিমান বাংলাদেশ যুক্তরাজ্যের অন্য একটি রুটে, অর্থাৎ ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট চালু রেখেছে, যা সিলেট হয়ে ঢাকায় চলাচল করে।
গত ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।