image

বিমান করাচি রুটে ফ্লাইট চালু করছে, ম্যানচেস্টার রুট স্থগিত

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি থেকে পাকিস্তানের করাচি রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে। একইসাথে, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে তাদের ফ্লাইট পরিষেবা ১ মার্চ থেকে স্থগিত করা হবে।

বিমানের পক্ষ থেকে বুধবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-করাচি-ঢাকা রুটে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে স্থানীয় সময় রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিমান আশা প্রকাশ করে বলেছে, নতুন এই রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল সহজ ও সুবিধাজনক হবে এবং ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এদিকে, গত মঙ্গলবার বিমান ঘোষণা দেয় যে, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করা হচ্ছে। এই রুটে ২০১৯ সালের অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছিল বিমান, যা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। গত ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যের প্রবাসীরা বিক্ষোভও দেখিয়েছিলেন।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ট্রানজিট ভ্রমণ করতে হয়, যার ফলে ভ্রমণের সময় ৮ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি লাগে এবং রিটার্ন টিকেটের ভাড়া ৮৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত পড়ে। বিমানের নতুন সরাসরি ফ্লাইটে ভাড়া কত হবে, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি। বর্তমানে এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বেশ কয়েকটি বিমান সংস্থা ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে এই রুটে সেবা দিচ্ছে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে নতুন গতিশীলতার মধ্যে এই সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া গতি পায়। ঢাকা থেকে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার।

বিমানের টিকেট বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকেট বুকিং ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’