মুঠোফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর জারি করা নতুন প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানির ওপর আরোপিত শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে আমদানি করা স্মার্টফোনের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনবিআর জানায়, নতুন প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে। শুল্ক হ্রাসের ফলে আমদানিকারকদের ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে উচ্চ শুল্কের কারণে দেশে আমদানিকৃত স্মার্টফোনের দাম তুলনামূলক বেশি ছিল।
আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। একজন শীর্ষ মোবাইল আমদানিকারক জানান, “শুল্ক কমায় আমদানি খরচ কমবে। প্রতিযোগিতা বাড়লে সাধারণ ক্রেতারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
তবে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পের উদ্যোক্তাদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। তাদের আশঙ্কা, আমদানিতে শুল্ক কমলে স্থানীয়ভাবে সংযোজিত ফোন প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এ বিষয়ে শিল্প সংশ্লিষ্টরা সরকারের কাছে স্থানীয় উৎপাদন ও সংযোজন শিল্প সুরক্ষায় আলাদা নীতিগত সহায়তার দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিস্তার ঘটাতে সহায়ক হবে। একই সঙ্গে বাজারে ফোনের মডেল ও প্রযুক্তির বৈচিত্র্য বাড়বে। তবে স্থানীয় শিল্প ও রাজস্ব—দুই দিকের ভারসাম্য রক্ষায় সরকারকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে বলে মনে করছেন তারা।
অর্থ-বাণিজ্য: ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফায় রেকর্ড
সংস্কৃতি: মুঠোফোনের আমদানি শুল্ক ৬০ শতাংশ কমলো
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক