image
ছবিঃ সংগৃহীত

কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কেএফসি বাংলাদেশ প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্বাদের নতুন এক চমক বক্স মাস্টার!

নতুন ও ভিন্ন অভিজ্ঞতা খুঁজে বেড়ানো ফুড লাভারদের জন্য এটি একটি অনন্য উদ্ভাবন যা একসঙ্গে উপস্থাপন করে স্বাদ, টেক্সচার এবং অতুলনীয় ফ্লেভারের অসাধারণ সমন্বয়। নতুন এই আইটেমটিতে তুলতুলে নরম টর্টিয়াতে মোড়ানো হয়েছে কেএফসি-র সিগনেচার হট এন্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে।

এর সঙ্গে রয়েছে হ্যাশ ব্রাউন, ফ্রেশ ভেজ মিক্স,স্পাইসি ন্যাশভিল সস ও চিজ স্লাইস। প্রতিটি কামড়ে থাকবে ঝাল, ক্রিমি আর ক্রাঞ্চের দুর্দান্ত মেলবন্ধন যা একদিকে যেমন মজাদার, অন্যদিকে তেমনি রোমাঞ্চকর। সংবাদ বিজ্ঞপ্তি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি