বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের কর্মকর্তা-কর্মচারীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএমের বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) বিআইসিএম-এর সভাকক্ষে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব পাবলিক রিলেশনস মো. আশিকুর রহমান ভূইয়াঁ, সহকারী পরিচালক ও হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন, হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স মীর আফরাদ আকিব, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ম্যানেজার টিপু সুলতান এবং বিআইসিএমে পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ উপস্থিত ছিলেন।
খেলা: বয়কটে মাঠে নামেনি দল
অর্থ-বাণিজ্য: চরম গ্যাস সংকটে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে
অর্থ-বাণিজ্য: বিমানের পরিচালক হলেন খলিলুর, তৈয়ব ও ইসি সচিব