image
ছবিঃ সংগৃহীত

বিমানের পরিচালক হলেন খলিলুর, তৈয়ব ও ইসি সচিব

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারে থাকা দুইজনের পাশাপাশি একজন সচিবকে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাস খানেকেরও কম সময় আগে তাদের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনের পর্ষদে যুক্ত করার আদেশ এল। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে পর্ষদের চেয়ারম্যান বানায় সরকার। নতুন করে পরিচালন হচ্ছেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয় তাদের পরিচালক করার প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে। প্রজ্ঞাপনে জনস্বার্থে তাদের এ দায়িত্ব দেওয়ার এ আদেশ দেওয়া হয়, যা অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। এর আগে গত ২৬ অগাস্ট বিমানের পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ নিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি