ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন (ডব্লিউপিএফ) ফান্ডের ১ হাজার ৮২২ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন এর সাবেক কর্মচারীরা। ডব্লিউপিএফ ফান্ডের ৫ শতাংশ পাওনা বাবদ এ অর্থ দাবি করেছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক কর্মীদের সংগঠন এক্স ম্যারিকোনিয়ান অ্যাসোসিশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সাবেক কর্মীদের ন্যায্য পাওনা না দিয়ে তাদেরকে প্রতিপক্ষ মনে করছে। সাবেক কর্মীদের পাওনা পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানটির এমন অনীহা কাম্য নয়। দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হলেও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নানা অজুহাতে প্রাক্তন কর্মচারীদের আইনগত প্রাপ্য টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৩৪ ও ২৪০(৩) ধারার বিধান অনুযায়ী সাবেক কর্মীরা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড এবং উক্ত ফান্ডের বিনিয়োগ মুনাফা পাওয়ার পূর্ণ আইনগত অধিকারী।’
পাওনা পরিশোধের দাবিতে প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা আদালতে দুটি মামলাও করেছেন। তবে, গত ১১ বছর ধরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিচারিক কার্যক্রমেও সহযোগিতা না করে সময় প্রার্থনা ও নানা অজুহাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময়ক্ষেপণ করে প্রাক্তন কর্মচারীদের হয়রানি করছে করছে।
এক্স ম্যারিকোনিয়ান অ্যাসোসিয়েশন অবিলম্বে প্রাক্তন কর্মচারীদের ন্যায্য ও আইনসম্মত পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।
অর্থ-বাণিজ্য: ৬ মাসে শুল্ক-কর আদায়ে ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা