সমালোচনা ও বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২০২৫ সালের জন্য মুনাফা পাচ্ছেন। আগের সিদ্ধান্ত পর্যালোচনা করে বদলানো হয়েছে।’ দুই বছরের সময়কালের জন্য ৪ শতাংশ হারে মুনাফা দিতে প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ১৫ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, লোকসান হওয়ায় এসব ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা দেওয়া হবে না। বিষয়টিকে ‘হেয়ারকাট’ হিসেবে বর্ণনা করে ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, লোকসান হওয়ায় ‘আন্তর্জাতিক নিয়ম ও শরিয়াহ নীতি অনুযায়ী’ মুনাফা দেওয়া হবে না আমানতকারীদের।
আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের করার সিদ্ধান্ত নেয় সরকার। একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠন করতে গত ১ ডিসেম্বর সরকারকে লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। পূর্ণাঙ্ক রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
মুনাফা না দেওয়ার চিঠিতে বলা হয়েছিল, রেজোলিউশন স্কিমের ‘সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে’ এমন সিদ্ধান্ত গ্রহণ করা হল।
ব্যাংকগুলোকে সেই নির্দেশনায় বলা হয়, আমানত হিসাবের স্থিতি ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের অবস্থানের ভিত্তিতে পুনর্র্নিধারণ করতে হবে। এ ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আমানতের ওপর কোনো মুনাফা বা লাভ বিবেচনা করা যাবে না।
এই সিদ্ধান্ত অনুযায়ী আমানতের ওপর ‘হেয়ারকাট (আমানতের একটি অংশ কেটে রাখা)’ প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারিত হবে।
এ নিয়ে শাখা পর্যায়ে আমানতকারিরা বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে শুরু করে। বিক্ষোভের মুখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখা বন্ধ করে প্রধান কার্যালয়ে চিঠি দেন শাখা ব্যবস্থাপকরা। এমন প্রেক্ষাপটে এক সপ্তাহ পর সেই সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ ব্যাংক।
খেলা: সাদা-কালোদের মিলনমেলা