ঋণ খেলাপিদের ছবি ও তালিকা প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলোর পক্ষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গত বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়েছে। এর আগে গত ১২ নভেম্বর খেলাপি ঋণ আদায়ে এবিবির সঙ্গে সভা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই সভায় ব্যাংকারদের কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছিল। আড়াই মাস পর খেলাপিদের তালিকা প্রকাশসহ একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে এবিবি।
বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম ২০১৪ সালে ব্যাংকের শাখা পর্যায়ে খেলাপিদের তালিকা প্রকাশের একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনায় তা আটকে যায়। ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সে সময় ওই উদ্যোগের পক্ষে ছিল।
সবশেষ ২০১৮ ও ২০১৯ সালে পুনরায় একই উদ্যোগ নেওয়া হলে তাও রাজনৈতিক প্রভাবে আটকে যায়। খেলাপি ঋণ আদায়ে ২০২১ সালেও অর্থমন্ত্রণালয়ের বিভিন্ন বৈঠকে তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচিত হয়, কিন্তু তা বাস্তব রূপ পায়নি। এবার ব্যাংকারদের পক্ষ থেকে সেই দাবি তোলা হল নতুন করে।
এবিবির সুপারিশ :
খেলাপি ঋণ তাৎক্ষণিক হ্রাস করার প্রস্তাব - ক) আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে খেলাপি ঋণ আংশিক অবলোপনের সুবিধা দেওয়া। খ) লিয়েন করা শেয়ার নগদ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা। গ) মৃত্যু, মরণব্যাধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, ক্রেডিট কার্ড, কিংবা তার একক-মালিকানাধীন কুটির, ক্ষুদ্র এবং ছোট প্রতিষ্ঠান এর সুদ মওকুফের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ঋণ আদায়ের উদ্দেশ্যে হেড অফ আইসিসি-এর মতামত গ্রহণের শর্ত তুলে দেওয়া।
অর্থ পরিশোধে উদ্বুদ্ধ করার প্রস্তাব - ক) খেলাপি ঋণগ্রহীতাদের ব্যাংক অথবা আদালতের নির্দেশনা ছাড়া বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ। খ) ব্যাংকগুলোকে খেলাপি ঋণগ্রহীতাদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশের অনুমতি দেওয়া। গ) খেলাপিদের যে-কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের অনুপযোগী ঘোষণা।
# খেলাপি ঋণ আদায় সহজ করার প্রস্তাব - ক) ব্যাংকের নিলামে বিক্রি/ কেনা সম্পত্তি হস্তান্তরে সব ধরনের আয়কর ও ভ্যাট প্রত্যাহার। খ) নিলামে সম্পদ ক্রয়কে উৎসাহিত করতে নিলাম ক্রেতাদের আয়কর রেয়াত কিংবা অন্যান্য প্রণোদনা দেওয়া। গ) নিলামে বিক্রি হওয়া সম্পদ কেনার ক্ষেত্রে জেলাপ্রশাসকের অনুমোদনের শর্ত প্রত্যাহার। ঘ) নিলামে বিক্রি হওয়া সম্পদ হস্তান্তরে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিনের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা। ঙ) নিলামে বিক্রির সুবিধার্থে, বন্ধকদাতার অনুপস্থিতিতেও ব্যাংকের মাধ্যমে জমির খাজনা ও জরিপ সম্পন্ন করার সব সুবিধা নিশ্চিত করা। চ) আদালতের মাধ্যমে ব্যাংকের নামে হস্তান্তরিত জমির (অর্থ ঋণ আদালত আইনের ৩৩ (৭) ধারা অনুযায়ী) নামজারি, বয়নামার ভিত্তিতে বিনা খরচে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।
রায় দ্রুত কার্যকরের প্রস্তাব - ক) ঋণ খেলাপি এবং সংশ্লিষ্ট ঋণের জামানতদাতাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানত, সঞ্চয়পত্রের তথ্য, মালিকানাধীন সম্পদের তথ্য, আয়কর রিটার্নের তথ্য, ওয়ারিশ সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, পাসপোর্টের তথ্য আদালতের হস্তক্ষেপ ছাড়া চাহিবামাত্র পাওয়ার সুবিধা নিশ্চিত করা। খ) ব্যাংকের বা আদালতের যে-কোনো পদক্ষেপের বিপরীতে আদালতে যাওয়ার ক্ষেত্রে নিদিষ্ট পরিমাণ ডাউনপেমেন্ট জমার শর্তারোপ। গ) সিআইবি প্রতিবেদনের বিপরীতে উচ্চ আদালতের মাধ্যমে স্টে-অর্ডার প্রাপ্তির সুবিধা আইনিভাবে বন্ধ করা। ঘ) উচ্চ আদালতের স্থগিতাদেশের ক্ষেত্রে কিস্তিভিত্তিক উল্লেখযোগ্য হারে অর্থ দেওয়ার শর্ত নিশ্চিত করা এবং ওই নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে আদালতের হস্তক্ষেপ ছাড়াই ওই স্টে-অর্ডার বাতিল হিসাবে গণ্য করা। ঙ) উচ্চ আদালতে স্টে-অর্ডার দেওয়ার ক্ষেত্রে উভয় পক্ষের শুনানি নিশ্চিত করা। চ) যেসব জেলায় খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা বেশি, সেসব জেলায় অবিলম্বে পৃথক অর্থ ঋণ আদালত স্থাপন। ছ) থানায় ঋণখেলাপি সংক্রান্ত আটকাদেশ গেলে জরুরি ভিত্তিতে তা তামিল করা। জ) আদালত থেকে থানায় ৭ দিনের মধ্যে আটকাদেশ পাঠানো নিশ্চিত করা। ঝ) অর্থ ঋণ মামলায় ব্যক্তিগতভাবে হাজিরা ছাড়া মামলা পরিচালনার সুযোগ বন্ধ করা। ঞ) অর্থ ঋণ মামলায় দেওয়ানি আটকাদেশের পরিমাণ ৬ মাসের জায়গায় ঋণের পরিমাণ ভেদে ৭ বছরে উন্নীত করা। স্বল্পতম সময়ে অর্থঋণ আইনে প্রস্তাবিত সংশোধন করা। ঋণ বৃদ্ধি ঠেকাতে প্রস্তাব - ক) জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ভূমি জরিপকারী ও মূল্যায়নকারীর তালিকা প্রকাশ। খ) নিবন্ধক কিংবা তহশিল অফিসে বন্ধকি সম্পদের তালিকা সহজে যাচাই করার সুবিধা নিশ্চিত করা। গ) সিআইবি ডাটাবেজের মত বন্ধকি সম্পদের ডাটাবেজ তৈরি এবং সহজে তা যাচাই করার সুবিধা দেওয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক: অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র