আগের কার্যদিবসের মতো রোববারও (৯ মে) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। রোববারসহ টানা চার কার্যদিবস উত্থান হয়েছে শেয়ারবাজারে। রোববার সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে কিছুটা কমলেও সাড়ে ১৩ শত কোটি টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬১.৪৯ পয়েন্ট এবং ২ হাজার ১৬৫.৯৯ পয়েন্টে।
ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৩৪ কোটি ২৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার। ডিএসইতে রোববার ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৬টির বা ৪৮.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৬টির বা ৩৪.৫২ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭.২৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। সিএসইতে রোববার ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
রোববার ডিএসইতেলেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৮.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিমটেক্সের। বৃহস্পতিবার (৬ মে) সিমটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ টাকায়। রোববার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিমটেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইজেনারেশনের ৯.৯৩ শতাংশ, লুব-রেফের ৯.৮৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৭২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯.৫৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.৫২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৩৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৩৪ শতাংশ এবং এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর ৯.২৮ শতাংশ বেড়েছে।
রোববার ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস টপটেন লুজারে শতভাগ বীমা কোম্পানির দখলে চলে গেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর। রোববার কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৮৯ শতাংশ কমেছে।
টপটেন লুজারে উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৯৯ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.৪০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬.৭৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৩৩ শতাংশ কমেছে।
আজ পুঁজিবাজার বন্ধ
আজ পবিত্র শবে কদর উপলক্ষে দেশের দুই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোন লেনদেন হবে না। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার রাতে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে কদর উদযাপিত হয়েছে। তাই আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের ব্যাংক-বীমা বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজারও।
নগর-মহানগর: ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান