বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের মধ্যে শিল্প প্লট বরাদ্দ শুরু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। রোববার (১৩ জুন) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে দেশি-বিদেশি ১০টি প্রতিষ্ঠানের কাছে সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বিনিয়োগকারীদের মাঝে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।
৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবিস্থত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে বেপজার কাছে আবেদন করেছে। এদের মধ্য থেকে ১০টি প্রতিষ্ঠানকে সাময়িক বরাদ্দপত্র প্রদান করল বেপজা।
বরাদ্দপত্র প্রদানকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দুটি, দক্ষিণ কোরিয়ার দুটি, চীনের দুটি, যুক্তরাষ্ট্রের একটি, হংকং-এর একটি, কানাডার একটি ও বাংলাদেশের একটি। প্রতিসষ্ঠানসমূহের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার যেখানে ৫১ হাজার ৩০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে বেপজা তার ৪০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। আপনাদের বিনিয়োগ সুরক্ষায় বেপজা তার চেষ্টার কোন কমতি রাখেনি। জানুয়ারি-এপ্রিল ২০২১ সময়ে গত বছরের একই সময়ের তুলনায় বেপজার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৭৯ শতাংশ। জাতীয় রপ্তানিতে বেপজা প্রায় ২০ ভাগ অবদান রাখছে এবং আশা করা হচ্ছে ৮টি ইপিজেডের সঙ্গে বেপজা অর্থনৈতিক অঞ্চল যুক্ত হলে এ অবদান উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।’
নির্বাহী চেয়ারম্যান আইনের আওতায় থেকে বিনিয়োগকারীদের প্রতি বেপজার সব ধরনের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৩ জুন ২০২১
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের মধ্যে শিল্প প্লট বরাদ্দ শুরু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। রোববার (১৩ জুন) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে দেশি-বিদেশি ১০টি প্রতিষ্ঠানের কাছে সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বিনিয়োগকারীদের মাঝে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।
৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবিস্থত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে বেপজার কাছে আবেদন করেছে। এদের মধ্য থেকে ১০টি প্রতিষ্ঠানকে সাময়িক বরাদ্দপত্র প্রদান করল বেপজা।
বরাদ্দপত্র প্রদানকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দুটি, দক্ষিণ কোরিয়ার দুটি, চীনের দুটি, যুক্তরাষ্ট্রের একটি, হংকং-এর একটি, কানাডার একটি ও বাংলাদেশের একটি। প্রতিসষ্ঠানসমূহের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার যেখানে ৫১ হাজার ৩০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে বেপজা তার ৪০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। আপনাদের বিনিয়োগ সুরক্ষায় বেপজা তার চেষ্টার কোন কমতি রাখেনি। জানুয়ারি-এপ্রিল ২০২১ সময়ে গত বছরের একই সময়ের তুলনায় বেপজার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৭৯ শতাংশ। জাতীয় রপ্তানিতে বেপজা প্রায় ২০ ভাগ অবদান রাখছে এবং আশা করা হচ্ছে ৮টি ইপিজেডের সঙ্গে বেপজা অর্থনৈতিক অঞ্চল যুক্ত হলে এ অবদান উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।’
নির্বাহী চেয়ারম্যান আইনের আওতায় থেকে বিনিয়োগকারীদের প্রতি বেপজার সব ধরনের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।