বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ডিএসই’র

মঙ্গলবার, ১৫ জুন ২০২১
অর্থনৈতিক বার্তা পরিবেশক

অনিয়ম ও কোটি টাকার ঘাটতির কারণে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। একইসঙ্গে ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। মঙ্গলবার (১৫ জুন) ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বানকো সিকিউরিটিজে গ্রাহকদের হিসাবে ৬৬ কোটি টাকার ঘাটতি পেয়েছে ডিএসই যা খুবই ঝুঁকিপূর্ণ মাত্রায় চলে গেছে। তাই সোমবার (১৪ জুন) ডিএসইর পর্ষদ সভায় বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ ও মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে অর্থআত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। একইসঙ্গে গ্রাকদের টাকা ফিরিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছিল ডিএসই কর্তৃপক্ষ।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি