মহামারীর মধ্যে চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ৫৮ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে অনেক কম। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থাপন করা তথ্য পর্যালোচনায় এডিপি বাস্তবায়নের এ চিত্র পাওয়া যায়।
২০১৯-২০ অর্থবছরে দুই লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে খরচ হয়েছিল এক লাখ ৬১ হাজার ৭৪১ কোটি টাকা। আর চলতি ২০২০-২১ অর্থবছরের দুই লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে ২১ মে পর্যন্ত এক লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা খরচ হয়েছে।
সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, কোভিড-১৯ এর কারণে চলতি ও বিগত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার কমেছে।
সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী জানান, গত ১০ বছরে এডিপির প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। মোট ১১ লাখ ৯৮ হাজার ১৮১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯৫২ কোটি টাকা। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৭১ শতাংশ।
দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। ওই অর্থবছরে বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। এক লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে এক লাখ ৬৭ হাজার ১৮৬ কোটি টাকা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৬ জুন ২০২১
মহামারীর মধ্যে চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ৫৮ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে অনেক কম। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থাপন করা তথ্য পর্যালোচনায় এডিপি বাস্তবায়নের এ চিত্র পাওয়া যায়।
২০১৯-২০ অর্থবছরে দুই লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে খরচ হয়েছিল এক লাখ ৬১ হাজার ৭৪১ কোটি টাকা। আর চলতি ২০২০-২১ অর্থবছরের দুই লাখ ১ হাজার ১৯৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দের বিপরীতে ২১ মে পর্যন্ত এক লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা খরচ হয়েছে।
সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, কোভিড-১৯ এর কারণে চলতি ও বিগত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার কমেছে।
সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী জানান, গত ১০ বছরে এডিপির প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। মোট ১১ লাখ ৯৮ হাজার ১৮১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯৫২ কোটি টাকা। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৭১ শতাংশ।
দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। ওই অর্থবছরে বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। এক লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে এক লাখ ৬৭ হাজার ১৮৬ কোটি টাকা।