বন্ড ইস্যুতে সংশোধনী আনছে পূবালী-ব্যাংক এশিয়া

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
অর্থনৈতিক বার্তা পরিবেশক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার আলোকে পারপিচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধনী নিয়ে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে- পূবালী ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়া লিমিটেড। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ব্যাংক দুটির মধ্যে পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকার পারপেচু্যুয়াল বন্ড ইসু্যু করবে। এক্ষেত্রে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর বদলে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। আর বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করবে।

বিএসইসির নির্দেশনা অনুসারে, ব্যাংকটি বন্ড ইস্যুতে নতুন করে এই সংশোধনী এনেছে। তাতে পূবালী ব্যাংকের অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহায়তা করবে।

অন্যদিকে ব্যাংক এশিয়াও ৫০০ কোটি টাকার বন্ডের ক্ষেত্রে সংশোধনী এনেছে। ৫০০ কোটি টাকার ৯০ শতাংশ অর্থাৎ ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইসু্যু করবে। আর ১০ শতাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে পুঁজিবাজার থেকে নেবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

সম্প্রতি