সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মঞ্জুরুল আলম অভি। ২০২০-২১ অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে তরুণ করদাতা হিসেবে (২য় সেরা) মঞ্জুরুল আলমকে এ সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল ২৪ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে মঞ্জুরুল আলমসহ ৭৫ জন ব্যক্তি ৫৪টি কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও ইআরডির সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
এস এম মঞ্জুরুল আলম অভির পক্ষে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) লিয়াকত আলী।
উল্লেখ্য, এর আগেও ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার অংশীদার হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা পান তরুণ উদ্যোক্তা মঞ্জুরুল আলম অভি।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ