?? ?????? ???????????

সূচক কমলো ৭৮ পয়েন্ট, লেনদেন নামলো আটশ’ কোটি টাকার ঘরে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের সপ্তাহের টানা পাঁচ কার্যদিবস পতনের পর রোববার (২৮ নভেম্বর) বড় ধাক্কা খেল শেয়ারবাজার। অর্থাৎ রবিবার ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। সূচকের বড় পতনের সঙ্গে চার তৃতীয়াংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। আর লেনদেন কমে আটশত কোটি টাকার ঘরে নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

ডিএসইতে রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৯ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে ছয় হাজার ৭৭৩.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.০৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪২৯.৩২ পয়েন্ট এবং দুই হাজার ৫৭৬.১৭ পয়েন্টে।

ডিএসইতে রোববার ৮৩৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৯০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে রোববার। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির বা ১৭.৭৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৯১টির বা ৭৮.২৩ শতাংশের এবং ১৫টি বা ৪.৭২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১৬.০১ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৪২.১০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। রোববার সিএসইতে ৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার ডিএসই’র ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯২ লাখ ৮১ হাজার ২৪৮টি শেয়ার ১০৮ বার হাত বদলের মাধ্যমে ৭৩ কোটি ৮৮ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯১টির বা ৭৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তশরিফার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস তশরিফার শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৪০ টাকায়। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে। এর মাধ্যমে তশরিফা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৯.৪৭ শতাংশ, এস আলমের ৮.৩৬ শতাংশ, বিআইএফসির ৬.০৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫.৮৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৭৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.৭৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৫২ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৫.৩৪ শতাংশ কমেছে।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৬টির বা ১৭.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৯.৭৬ শতাংশ, আজিজ পাইপসের ৭.০৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৪৫ শতাংশ, আমান ফিডের ৪.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩.০৬ শতাংশ, বিকন ফার্মার ২.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৭৬ শতাংশ এবং শেফার্ডের শেয়ার দর ২.৭৩ শতাংশ বেড়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» বর্তমান সরকারের আমলে কলেজে একটি বদলি করতে ৮ লাখ টাকা দিতে হয়: পরিকল্পনা উপদেষ্টা

সম্প্রতি