image

সুনামি গতিতে বাড়ছে করোনা সংক্রমণ

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বজুড়ে সুনামি গতিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত দুই বছরের দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় (বুধবার) সারাবিশ্বে ৩১ লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা কেড়ে নিয়েছে প্রায় ৮ হাজার মানুষের প্রাণ।

দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বুধবার ৮ লাখের ওপর মানুষের শরীরে শনাক্ত হল এই ভাইরাস। টানা তৃতীয় দিনের মতো প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ।

এদিকে ইউরোপেও জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণের হার। সবচেয়ে বেহাল দশা ফ্রান্সের। দেশটিতে বুধবারও ৩ লাখ ৬২ হাজারের মতো মানুষের শরীরে মিলল করোনাভাইরাস। পরের অবস্থানেই রয়েছে ইতালি। নতুনভাবে ইতালিতে প্রায় দুই লাখ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া স্পেনে এক লাখ ৮০ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে করোনা। যুক্তরাজ্যেও সংখ্যাটি এক লাখ ৩০ হাজারের কাছাকাছি। রাশিয়ায় ৭৪৫, পোল্যান্ডে ৬৮৪, ব্রিটেনে ৪০০ ও জার্মানিতে ৩৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়।

এদিকে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবের মধ্যে দেশে প্রতিদিনই শনাক্ত রোগী এবং শনাক্তের হার আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) এর হিসেব অনুযায়ী করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১৬ জন। আর এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৪৫৮ জন আর এ সময়ে শনাক্তের হার ছিল আট দশমিক ৯৭ শতাংশ। এর আগের দিন (১০ জানুয়ারি) শনাক্ত হয় দুই হাজার ২৩১ জন এবং শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া দুই হাজার ৯১৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হলেন ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৬ হাজার ৯৭৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৩৩ হাজার ৩২২টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি