আইপিওতে অনিয়ম

জরিমানার কবলে আমান কটন ফাইব্রাসের পরিচালক-নিরীক্ষক

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
অর্থনৈতিক বার্তা পরিবেশক

ভুয়া আর্থিক প্রতিবেদনসহ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিভিন্ন শর্ত ভঙ্গ করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইব্রাসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) তিন কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটির ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের অন্তর্নিহিত বাধ্যবাধকতার গ্যারান্টি (লিয়েন) বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দেয়ার কারণে আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কো. চ্যাটার্ড অ্যাকাউন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি