পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচক বাড়লো ১১৮ পয়েন্ট

সোমবার, ২৩ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

টানা অষ্টম কার্যদিবসে দর পতনের পর সোমবার ঘুরে দদাঁড়িছে পুঁজিবাজার। এদিন প্রথম ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক বেড়েছে ১১৮ পয়েন্ট। এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ২১৯ কোটি টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৪৪ পয়েন্ট। এসময় সিএসইতে ৫ কোটি টাকার লেনদেন হতে দেখা গেছে।

সোমবার (২৩ মে) সকাল ১১টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ১১টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ১১৮.১৩ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ২০.৪২ ও ৩৭.২৮ পয়েন্ট বেড়েছে।

এদিন, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৫টির, দর কমেছে ১৭টির ও দর অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ২১৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিন, প্রথম ১ ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের । এসময় কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ শতাংশ বেড়ে ৫৩ টাকায় স্থিতি পেয়েছে।

এছাড়াও বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, আইসিবি সোনালী ফার্স্ট মি.ফান্ড ও প্রাইম ফাইন্যান্স।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ২৬টির ও দর অপরিবর্তিত ছিল ৯টি প্রতিষ্ঠানের। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ১৪৪.১১ পয়েন্ট বেড়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

সম্প্রতি