উৎপাদনশীলতা বাড়াতে প্রণীত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ‘উৎপাদনশীলতা বাড়াতে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এপিও) সহায়তায় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ও ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) প্রণীত ‘বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টারপ্ল্যান ২০২১-২০৩০’ বাস্তবায়ন করতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রোডাক্টিভিটি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৮। আগামী ২০৩০ সালের মধ্যে এটিকে ৫ দশমিক ৬ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
রোববার (১৯ জুন) জাতীয় উৎপাদনশীলতা পরিষদের (এনপিসি) ১৮তম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সভায় এনপিসির সহ-সভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অন্যান্য সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত হন। এতে সঞ্চালনা করেন এনপিওর মহাপরিচালক মুহম্মদ মেজবাহুল আলম।
শিল্পমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে প্রচার-প্রচারণা দরকার। এ লক্ষ্যে দেশব্যাপী সভা, সেমিনার, কর্মশালা, ইলেকট্রনিক মিডিয়ায় টিভিসি প্রচার ও প্রিন্ট মিডিয়ায় লেখা প্রকাশের ব্যবস্থা নিতে হবে।