অর্থনৈতিক বার্তা পরিবেশক

বুধবার, ১০ আগস্ট ২০২২

ফের বড় পতন শেয়ারবাজারে, একদিনে হারালো ৭৮ পয়েন্ট

ফের বড় পতন শেয়ারবাজারে, একদিনে হারালো ৭৮ পয়েন্ট

বুধবার, ১০ আগস্ট ২০২২
অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের সপ্তাহে টানা উত্থান হলেও চলতি সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। আগের কার্যদিবসের চেয়ে বুধবার (১০ আগস্ট) আরও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের সব সূচকই কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.০৪ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮০.৯০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৮১ পয়েন্ট বা ১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৪ পয়েন্ট বা ১.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ২১০.৯৫ পয়েন্টে।

ডিএসইতে বুধবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৯ কোটি ১৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ২৮৪ কোটি ৩০ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার। ডিএসইতে বুধবার ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির বা ৬.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৭৯টির বা ৭৩.৬১ শতাংশের এবং ৭৪টির বা ১৯.৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩০.৫০ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৭.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। বুধবার সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বুধবার ডিএসই’র ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৩ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩০৭টি শেয়ার ৮৩ বার হাত বদলের মাধ্যমে ৭১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ০৩ লাখ ৫০ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬টির বা ৬.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সুহৃদের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস লেনদেন শেষে সুহৃদের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৭০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২০.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৫.০৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সুহৃদ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস আলমের ৫.০১ শতাংশ, আমান ফিডের ৪.৪৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.১৬ শতাংশ, সিনোবাংলার ৩.০৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৩৭ শতাংশ, ডেসকোর ১.৮৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ১.৭২ শতাংশ, বিডি থাইয়ের ১.৬৮ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার দর ১.১৩ শতাংশ বেড়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৯টির বা ৭৩.৬১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৮০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯.৪০ টাকায়। অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৭.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে মোজাফফর হোসাইন স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৬.৯৬ শতাংশ, সিমটেক্সের ৬.৮৬ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৮১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৬.৬০ শতাংশ, এসকে ট্রিমসের ৬.৫০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮১ শতাংশ, বিআইএফসির ৫.৭৩ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ৫.৬৪ শতাংশ কমেছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» খেলাপি ঋণ কেন কমছে না, জানতে চায় বাংলাদেশ ব্যাংক

» শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

» অর্থবছরের শেষ ৬ মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের আশাব্যঞ্জক লক্ষণ : জিইডি

» ‘ভবিষ্যতে ভ্যাট নিবন্ধন ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না’

» ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার

» আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

» আমদানির খবরেই কমলো পেঁয়াজের দাম

» তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

» নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি

» পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিআইসিএম

» ট্যানারি শিল্প বেপজার অধীনে নেয়া নিয়ে মালিক-শ্রমিকদের উদ্বেগ

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা