রাশিয়া থেকে গম আমদানির বাধা কাটলো

রোববার, ১৪ আগস্ট ২০২২
অর্থনৈতিক বার্তা পরিবেশক

রাশিয়ার গমের ওপর থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশে আমদানির পথ খুলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। রাশিয়ার গম দেশে এলে চালসহ অন্য খাদ্যপণ্যের দাম কমে আসবে বলে মনে করেন মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রোববার (১৪ আগস্ট) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার গমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই রাশিয়া থেকে এখন গম আমদানি করা যাবে। ফলে জিনিসপত্রের দাম কমবে। রাশিয়া থেকে গম আনা শুরু হলে চালের দাম কমে যাবে, এতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। সরকার খুব নিবিড়ভাবে সাধারণ মানুষের কষ্ট পর্যবেক্ষণ করে তা কমানোর চেষ্টা করছে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘করোনার ধাক্কার পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়ে গেছে সবকিছুতে। এতে জিনিসপত্রের দাম বাড়ার ফলে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। তাই সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার।’

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি