image
ছবি: সংগৃহীত

উঠে গেল ভোজ্যতেলের ভ্যাট মওকুফ সুবিধা

শনিবার, ০১ অক্টোবর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

সময় না বাড়ানোয় ভোজ্যতেলের ভ্যাট মওকুফসুবিধা আর পাওয়া যাবে না। শুক্রবার ভ্যাট মওকুফের আগের প্রজ্ঞাপনের মেয়াদ শেষ হলেও এনবিআর নতুন কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফসুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।

শুক্রবার সেই মেয়াদ শেষ হলেও মেয়াদ বাড়ানোর জন্য এনবিআর নতুন কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

গত মার্চ মাসে স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকে। একপর্যায়ে ভোজ্যতেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। পরে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারক ও ব্যবসায়ীদের এই সুবিধা দেওয়া হয়েছিল।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি