ব্যবসায়ীরা চিনির দাম বৃদ্ধির দাবি জানিয়েছে। ইতিমধ্যে সরকার নির্ধারিত দর না মেনে চিনি কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নতুন করে দাম নির্ধারণের জন্য।
সরকার প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৮৪ টাকা ও প্যাকেটজাত খোলা চিনির দাম ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে। যা গত ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
কিন্তু কোনো বাজারে, পাড়া-মহল্লার দোকানে সেই দামে চিনি পাওয়া যাচ্ছে না। খোলা চিনি ৯০ টাকা আর প্যাকেটজাত ১১০ থেকে ১১৫ টাকা কেজি বিক্রি করছে ব্যবসায়ীরা।
সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদনে বলা হয়েছে, সরকার যে দর নির্ধারণ করেছে, সেই দামে চিনি বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এ চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকেও (বিটিটিসি)। কারণ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দর পর্যালোচনা করে।
বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা গত ১১ আগস্ট চিনির দাম নির্ধারণের জন্য আবেদন করে।
বাংলাদেশে বছরে প্রায় ১৪ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এরমধ্যে রমজান মাসে দুঈ লাখ টনের মতো চাহিদা হয়। তখনই হঠাৎ করে দাম বেড়ে যায় বাজারে। দেশে ৬০ হাজার টনের মতো দেশীয় আখ থেকে উৎপাদিত হয়। বাকিটা আমদানি করতে হয়। দেশীয় কোম্পানিগুলো অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বাজারে বিক্রি করে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ০৩ অক্টোবর ২০২২
ব্যবসায়ীরা চিনির দাম বৃদ্ধির দাবি জানিয়েছে। ইতিমধ্যে সরকার নির্ধারিত দর না মেনে চিনি কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নতুন করে দাম নির্ধারণের জন্য।
সরকার প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৮৪ টাকা ও প্যাকেটজাত খোলা চিনির দাম ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে। যা গত ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
কিন্তু কোনো বাজারে, পাড়া-মহল্লার দোকানে সেই দামে চিনি পাওয়া যাচ্ছে না। খোলা চিনি ৯০ টাকা আর প্যাকেটজাত ১১০ থেকে ১১৫ টাকা কেজি বিক্রি করছে ব্যবসায়ীরা।
সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদনে বলা হয়েছে, সরকার যে দর নির্ধারণ করেছে, সেই দামে চিনি বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এ চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকেও (বিটিটিসি)। কারণ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দর পর্যালোচনা করে।
বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা গত ১১ আগস্ট চিনির দাম নির্ধারণের জন্য আবেদন করে।
বাংলাদেশে বছরে প্রায় ১৪ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এরমধ্যে রমজান মাসে দুঈ লাখ টনের মতো চাহিদা হয়। তখনই হঠাৎ করে দাম বেড়ে যায় বাজারে। দেশে ৬০ হাজার টনের মতো দেশীয় আখ থেকে উৎপাদিত হয়। বাকিটা আমদানি করতে হয়। দেশীয় কোম্পানিগুলো অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বাজারে বিক্রি করে।