আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এম এ মুমেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি। এরপরই রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর চিন্তা করে রাজস্ব বোর্ড। এ প্রেক্ষাপটে সময়সীমা বাড়ানো হলো।