ওয়ালটন নিয়ে এলো ৮ জিবি র‌্যামের ‘প্রিমো আর টেন’

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
অর্থনৈতিক বার্তা পরিবেশক

দুর্দান্ত ফিচারের দারুণ আরেকটি স্মার্টফোন ‘প্রিমো আর টেন’ সাশ্রয়ী মূল্যে বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘প্রিমো আর টেন’। প্রথমবারের মতো এই ফোনে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম দিয়েছে ওয়ালটন। এইচডি প্লাস রেজুলেশনের বিশাল ডিসপ্লের ফোনটিতে আরও রয়েছে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, বটল গ্রিন, ফোর্ড ব্লু এবং মিডনাইট গ্রিন এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ‘প্রিমো আর টেন’ মডেলের ফোনটির মূল্য ১২,৯৯০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজার পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালকার্ট থেকে ফোনটি কেনা যাচ্ছে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি