image

কর্মীদের বোনাস কম দেবে মেটা

বুধবার, ২৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

কর্মীদের বোনাস কম দেয়ার পরিকল্পনা করছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। সেই সঙ্গে তাদের পারফরম্যান্স ঘন ঘন মূল্যায়নের চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মেটার যেসব কর্মী ২০২৩ সালের সবশেষ মূল্যায়নে ‘সবচেয়ে বেশি প্রত্যাশা পূরণ করেছে’ রেটিং পেয়েছেন, তারা ২০২৪ সালের মার্চে বোনাস এবং সীমিত শেয়ার পুরস্কারের একটি ছোট অংশ পাবেন।

মার্কিন সংবাদমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, আগে স্টাফদের বোনাস দেয়া হতো ৮৫ শতাংশ। সেটা কমিয়ে ৬৫ শতাংশ নির্ধারণ করা হবে। এছাড়া বছরে দুইবার তাদের কার্যক্ষমতা পর্যালোচনা শুরু হবে।

এক বিবৃতিতে মেটার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা আমাদের কর্মক্ষমতা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছি। এক্ষেত্রে কর্মীদের গত বছরের অভিজ্ঞতা ও ফলাফল আমলে নিয়ে রদবদল আনা হচ্ছে। ভবিষ্যত বিনির্মাণে যা সহায়ক হবে। এসব পরিবর্তন কর্মী পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত নয়।

এর আগে আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা। গত ১৪ মার্চ এ নিয়ে দ্বিতীয় দফায় স্টাফ বরখাস্তের কথা জানায় তারা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

সম্প্রতি