alt

অর্থ-বাণিজ্য

বাজেটের লক্ষ্যে রাখা যায়নি মূল্যস্ফীতি

রেজাউল করিম : বুধবার, ২৪ মে ২০২৩

বিদায়ী অর্থবছরের বাজেটে লক্ষ্য ছিল ৫.৬ এর মধ্যে রাখা হবে মূল্যস্ফীতি। কিন্তু সর্বশেষ সরকারি হিসাবে দেখা যাচ্ছে মার্চ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মে মাসে মূল্যস্ফীতি ছিল ৭.৪২ শতাংশ। বাজেট ঘোষণার পর ১০ মাসে মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট বা প্রায় ২৬ শতাংশ।

গত বছর জুনে বাজেট ঘোষণার সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা প্রধান চ্যালেঞ্জ। সরকার দেশে বর্তমানে বিরাজমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়।’

মন্ত্রীর ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ’ এর সূত্র কাজে আসেনি। বরং মূল্যস্ফীতি প্রতিনিয়ত বাড়ছে। স্বল্প আয়ের মানুষ যেসব নিত্যপণ্যে নির্ভর করে জীবনযাপন করেন, সেগুলোর দাম প্রতিনিয়ত বাড়ছে। এমনও কিছু পণ্য আছে যেগুলোর দাম গত একবছরে দ্বিগুণ হয়ে গেছে।

গত বছর মে মাসের শেষের দিকে মোটা চালের দাম ছিল প্রায় ৪৮ টাকা কেজি। আর গত শুক্রবার এর দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। বর্তমান বাজারে মিনিকেট চাল বেশি বিক্রি হচ্ছে। এই মিনিকেট চালের দাম গত বছর বাজেটের আগে ছিল ৬৫ টাকা কেজি। আর গত শুক্রবার বিক্রি হয়েছে ৭৫ টাকা কেজি।

একই ভাবে গত বছরের তুলনায় আটার দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে প্রতি কেজি ৬৫ টাকা, মসুর ডাল (দেশি) ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা, চিনি ৮৫ থেকে ১৪০ টাকা, আলু ২০ টাকা থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা থেকে ৮০ টাকা, ডিমের ডজন ১২০ টাকা থেকে ১৫০ টাকা। ব্রয়লার এক সময় ছিল স্বল্প আয়ের মানুষের আমিষের বড় উৎস। সেই ব্রয়লার মুরগি এখন আর স্বল্প আয়ের মানুষের নাগালে নেই। গত বছর বাজেটের আগে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১৬০ টাকা আর গত শুক্রবার এর দাম প্রায় ৭০ টাকা বেড়ে হয়েছে ২৩০ টাকা। গরুর মাংসের দাম গত বছর ছিল প্রতি কেজি ৬৫০ টাকা। আর গত শুক্রবার সেটা বিক্রি হয়েছে ৭৫০ টাকায়।

গত বছর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়টি পণ্যের (জ্বালানি তেল, এলএনজি, গম, রাসায়নিক সার, পাম অয়েল, সয়াবিন তেল, কয়লা, ভুট্টা ও চাল) একই পরিমাণ আমদানি করতে বাংলাদেশকে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সম্ভাব্য অতিরিক্ত ব্যয় হিসেবে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। অভ্যন্তরীণ বাজারে আমদানিতে মুদ্রাস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। সরকার দেশে বর্তমানে বিরাজমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বাড়ানোসহ সামষ্টিক অর্থনীতির অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়।’

অর্থাৎ মূল্যস্ফীতি বৃদ্ধির মূল কারণ হিসেবে অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন। তবে গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, ‘আন্তর্জাতিক বাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে, তার চেয়েও বেশি হারে বাড়ছে স্থানীয় বাজারে। বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে সেই প্রভাব নেই। অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের দামও কারণ ছাড়া ঊর্ধ্বমুখী। এ ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে।’

গত মার্চ মাসে গবেষণা সংস্থা সানেম একটি জরিপ করে। সানেমের সেই জরিপে স্বল্প আয়ের মানুষের দুর্দশার চিত্র উঠে আসে। সেখানে দেখা যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে একবেলা না খেয়ে থেকে দিন কাটাচ্ছেন ৩৭ শতাংশ নিম্নআয়ের পরিবার। আর প্রয়োজনের তুলনায় খাবার কম খাচ্ছেন বলে মনে করছেন ৭১ শতাংশ পরিবার। গত ছয় মাসে নিম্নআয়ের মানুষের জীবিকার খরচ ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী আয় বাড়েনি, বরং কমেছে।

সেই জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির জন্য শুধুমাত্র গ্লোবাল সমস্যাই দায়ী নয়। অভ্যন্তরীণ অর্থনৈতিক অব্যবস্থাপনাও দায়ী। আমাদের দেশের বাজার ব্যবস্থাপনায় ইমপারফেকশন (ত্রুটি) রয়েছে। আমরা গত কয়েক মাসে ব্যবসায়ীদের দৌরাত্ম্য দেখেছি। প্রভাবশালী এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। ব্যবসায়ী সংগঠনদের সঙ্গে নিয়েই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।’

নিত্যপণ্যের এই দাম বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে অস্বস্তি আছে। তবে তারা কেউ প্রকাশ্যে কিছু বলেন না। কিন্তু শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সিন্ডিকেটের কারণে জনগণ জিম্মি হয়ে পড়েছে। এরাই এক জোট হয়ে বাজার নিয়ন্ত্রণ করছে। মন্ত্রীদের মধ্যেই সিন্ডিকেট আছে। বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন ব্যবসা আছে।’

দেশের বাজার ব্যবস্থার বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পণ্যের দামে লাগাম টানতে যেসব পদক্ষেপ নেয়া দরকার, সেগুলো ঠিকমত নেয়া হচ্ছে না। বাংলাদেশে অনেক অভিযোগ, অনেক ব্যবস্থা আছে কিন্তু বাস্তবায়ন খুবই কম। ব্যবসায়ের ক্ষেত্রেও তাই।’

আগামী ১ জুন আগামী (জুলাই’২৩-জুন’২৪) অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের আগ্রহ সেখানে নিত্যপণ্যের দামের লাগাম টানার কী ব্যবস্থা থাকবে।

ছবি

কমিশন বাড়ানোসহ ১০ দফা দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি জ্বালানি খাতের ব্যবসায়ীদের

ছবি

চব্বিশ ঘন্টা গ্যাস বিক্রির সুযোগ চান সিএনজি ফিলিং স্টেশন মালিকরা

ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তৈরির সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

নতুন নীতিমালা, ব্যাংক পরিচালকদের বেনামি ঋণও হিসাবে আসবে

ছবি

পরপর পাঁচ সপ্তাহ পতনে বাজার মূলধন কমলো ২১ হাজার কোটি টাকা

ছবি

শেয়ারবাজারে পুঁজি হারিয়ে নিঃস্ব ৯০ শতাংশ বিনিয়োগকারী

ছবি

মার্চে বেসরকারি ঋণে সুবাতাস

ছবি

কর অব্যাহতির ক্ষমতা এনবিআরের থাকছে না

দশ বছরের পুরাতন গাড়ি আমদানিযোগ্য করার দাবি বারভিডার

ব্যবসা-বাণিজ্য বাড়াতে ঢাকায় কার্যক্রম শুরু করল দুবাই চেম্বার

ছবি

১৭ ও ২৪ মে, দুই শনিবার ব্যাংক খোলা থাকবে

সঞ্চয়পত্র কেনায় রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থাকছে না

ছবি

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ ২৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের

ছবি

ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে থেকে

ছবি

এপ্রিল মাসে অর্থনীতির গতি কমেছে, পিএমআই সূচক নামলো ৮ দশমিক ৮ পয়েন্টে

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

বাংলাদেশ জুড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের টেকসই নানা উদ্যোগ

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন এডিবি প্রেসিডেন্ট

মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ছবি

কর প্রশাসন আধুনিকায়নে এডিবির সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব অর্থ উপদেষ্টার

বাণিজ্য ঘাটতি কমেছে ২ দশমিক শূন্য পাঁচ শতাংশ

ছবি

২০৩০ সালে চালু হবে বে টার্মিনাল, কর্মসংস্থান লাখ মানুষের

ছবি

চলতি অর্থবছরের সর্বনিম্ন রপ্তানি আয় এপ্রিলে

ছবি

গ্লাস শিল্পে কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক ২০৩০ সাল পর্যন্ত মওকুফ

বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের ৩৫ সদস্যের প্যানেল ঘোষণা

ছবি

মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা ৩৩০০ কোটি টাকা, যা ব্র্যাক, সিটি ও পূবালী ব্যাংকের চেয়েও বেশি

দ্বিতীয় দিনেও আইএমএফের সঙ্গে সমঝোতা হয়নি

ছবি

ডেনিম এক্সপো শুরু হচ্ছে ১২ মে

যুদ্ধের প্রভাবে সূচক পড়েছে ভারতের শেয়ারবাজারে, রুপিরও দরপতন

একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ছবি

রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আম বিক্রির লক্ষ্য

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

ছবি

পুঁজিবাজার নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ছবি

আগামী অর্থবছরের এডিপির আকার হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

ছবি

ফের পতন শেয়ারবাজারে, সূচকের অবস্থান ৪ হাজার ৯৫১ পয়েন্টে

tab

অর্থ-বাণিজ্য

বাজেটের লক্ষ্যে রাখা যায়নি মূল্যস্ফীতি

রেজাউল করিম

বুধবার, ২৪ মে ২০২৩

বিদায়ী অর্থবছরের বাজেটে লক্ষ্য ছিল ৫.৬ এর মধ্যে রাখা হবে মূল্যস্ফীতি। কিন্তু সর্বশেষ সরকারি হিসাবে দেখা যাচ্ছে মার্চ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মে মাসে মূল্যস্ফীতি ছিল ৭.৪২ শতাংশ। বাজেট ঘোষণার পর ১০ মাসে মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট বা প্রায় ২৬ শতাংশ।

গত বছর জুনে বাজেট ঘোষণার সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা প্রধান চ্যালেঞ্জ। সরকার দেশে বর্তমানে বিরাজমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়।’

মন্ত্রীর ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ’ এর সূত্র কাজে আসেনি। বরং মূল্যস্ফীতি প্রতিনিয়ত বাড়ছে। স্বল্প আয়ের মানুষ যেসব নিত্যপণ্যে নির্ভর করে জীবনযাপন করেন, সেগুলোর দাম প্রতিনিয়ত বাড়ছে। এমনও কিছু পণ্য আছে যেগুলোর দাম গত একবছরে দ্বিগুণ হয়ে গেছে।

গত বছর মে মাসের শেষের দিকে মোটা চালের দাম ছিল প্রায় ৪৮ টাকা কেজি। আর গত শুক্রবার এর দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। বর্তমান বাজারে মিনিকেট চাল বেশি বিক্রি হচ্ছে। এই মিনিকেট চালের দাম গত বছর বাজেটের আগে ছিল ৬৫ টাকা কেজি। আর গত শুক্রবার বিক্রি হয়েছে ৭৫ টাকা কেজি।

একই ভাবে গত বছরের তুলনায় আটার দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে প্রতি কেজি ৬৫ টাকা, মসুর ডাল (দেশি) ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা, চিনি ৮৫ থেকে ১৪০ টাকা, আলু ২০ টাকা থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা থেকে ৮০ টাকা, ডিমের ডজন ১২০ টাকা থেকে ১৫০ টাকা। ব্রয়লার এক সময় ছিল স্বল্প আয়ের মানুষের আমিষের বড় উৎস। সেই ব্রয়লার মুরগি এখন আর স্বল্প আয়ের মানুষের নাগালে নেই। গত বছর বাজেটের আগে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১৬০ টাকা আর গত শুক্রবার এর দাম প্রায় ৭০ টাকা বেড়ে হয়েছে ২৩০ টাকা। গরুর মাংসের দাম গত বছর ছিল প্রতি কেজি ৬৫০ টাকা। আর গত শুক্রবার সেটা বিক্রি হয়েছে ৭৫০ টাকায়।

গত বছর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়টি পণ্যের (জ্বালানি তেল, এলএনজি, গম, রাসায়নিক সার, পাম অয়েল, সয়াবিন তেল, কয়লা, ভুট্টা ও চাল) একই পরিমাণ আমদানি করতে বাংলাদেশকে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সম্ভাব্য অতিরিক্ত ব্যয় হিসেবে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। অভ্যন্তরীণ বাজারে আমদানিতে মুদ্রাস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। সরকার দেশে বর্তমানে বিরাজমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বাড়ানোসহ সামষ্টিক অর্থনীতির অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়।’

অর্থাৎ মূল্যস্ফীতি বৃদ্ধির মূল কারণ হিসেবে অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন। তবে গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, ‘আন্তর্জাতিক বাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে, তার চেয়েও বেশি হারে বাড়ছে স্থানীয় বাজারে। বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে সেই প্রভাব নেই। অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের দামও কারণ ছাড়া ঊর্ধ্বমুখী। এ ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে।’

গত মার্চ মাসে গবেষণা সংস্থা সানেম একটি জরিপ করে। সানেমের সেই জরিপে স্বল্প আয়ের মানুষের দুর্দশার চিত্র উঠে আসে। সেখানে দেখা যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে একবেলা না খেয়ে থেকে দিন কাটাচ্ছেন ৩৭ শতাংশ নিম্নআয়ের পরিবার। আর প্রয়োজনের তুলনায় খাবার কম খাচ্ছেন বলে মনে করছেন ৭১ শতাংশ পরিবার। গত ছয় মাসে নিম্নআয়ের মানুষের জীবিকার খরচ ১৩ শতাংশ বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী আয় বাড়েনি, বরং কমেছে।

সেই জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির জন্য শুধুমাত্র গ্লোবাল সমস্যাই দায়ী নয়। অভ্যন্তরীণ অর্থনৈতিক অব্যবস্থাপনাও দায়ী। আমাদের দেশের বাজার ব্যবস্থাপনায় ইমপারফেকশন (ত্রুটি) রয়েছে। আমরা গত কয়েক মাসে ব্যবসায়ীদের দৌরাত্ম্য দেখেছি। প্রভাবশালী এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। ব্যবসায়ী সংগঠনদের সঙ্গে নিয়েই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।’

নিত্যপণ্যের এই দাম বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে অস্বস্তি আছে। তবে তারা কেউ প্রকাশ্যে কিছু বলেন না। কিন্তু শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সিন্ডিকেটের কারণে জনগণ জিম্মি হয়ে পড়েছে। এরাই এক জোট হয়ে বাজার নিয়ন্ত্রণ করছে। মন্ত্রীদের মধ্যেই সিন্ডিকেট আছে। বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন ব্যবসা আছে।’

দেশের বাজার ব্যবস্থার বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পণ্যের দামে লাগাম টানতে যেসব পদক্ষেপ নেয়া দরকার, সেগুলো ঠিকমত নেয়া হচ্ছে না। বাংলাদেশে অনেক অভিযোগ, অনেক ব্যবস্থা আছে কিন্তু বাস্তবায়ন খুবই কম। ব্যবসায়ের ক্ষেত্রেও তাই।’

আগামী ১ জুন আগামী (জুলাই’২৩-জুন’২৪) অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের আগ্রহ সেখানে নিত্যপণ্যের দামের লাগাম টানার কী ব্যবস্থা থাকবে।

back to top