দেশের সব নারী শ্রম পরিদর্শকের অংশগ্রহণে সম্মেলন আয়োজন করেছে কলকারখানাও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএলওর সহযোগিতায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। নারীশ্রম পরিদর্শকদের কর্মক্ষেত্রে পরিদর্শনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও এ বিষয়ক প্রয়োজনীয় ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কর্মক্ষেত্রে নারীর প্রতিসহিংসতাও হয়রানি দূরকরা, মাতৃত্বসুরক্ষা নিশ্চিত করে নারী বান্ধব কাজের পরিবেশ গড়ে তোলা, নেতৃত্বদানকারী পদে আরও বেশি নারী থাকা এবং নারীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী বলেন, ‘বিগত কয়েক বছরে কর্মক্ষেত্রে নারী বান্ধব কর্মপরিবেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। যথাযথভাবে আইনের প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর প্রতিস হিংসতা পরিপূর্ণভাবে রোধ করা সম্ভব। শ্রমআইন প্রতিনিয়ত হালনাগাদ করার মাধ্যমে নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আমরা অব্যাহত রাখবো।’
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘নারীর প্রতি সহিংসতা মুক্ত কর্মপরিবেশ গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য আমাদের পরিদর্শক, সরকারের সব দপ্তর ও সংস্থা, উন্নয়নসহযোগী রাষ্ট্র ও সংস্থার প্রতি আহ্বান জানাই।’
আইএলওর কান্ট্রি ডিরেক্টর তোমো পুটি আইনেন বলেন, ‘আইএলও দেশে শোভন কাজের জন্য লিঙ্গসমতার উদ্যোগকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গসমতা শুধু মাত্র সামাজিক ন্যায়বিচারের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং টেকসই উন্নয়নও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
দেশের সব নারী শ্রম পরিদর্শকের অংশগ্রহণে সম্মেলন আয়োজন করেছে কলকারখানাও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএলওর সহযোগিতায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। নারীশ্রম পরিদর্শকদের কর্মক্ষেত্রে পরিদর্শনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও এ বিষয়ক প্রয়োজনীয় ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কর্মক্ষেত্রে নারীর প্রতিসহিংসতাও হয়রানি দূরকরা, মাতৃত্বসুরক্ষা নিশ্চিত করে নারী বান্ধব কাজের পরিবেশ গড়ে তোলা, নেতৃত্বদানকারী পদে আরও বেশি নারী থাকা এবং নারীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী বলেন, ‘বিগত কয়েক বছরে কর্মক্ষেত্রে নারী বান্ধব কর্মপরিবেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। যথাযথভাবে আইনের প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর প্রতিস হিংসতা পরিপূর্ণভাবে রোধ করা সম্ভব। শ্রমআইন প্রতিনিয়ত হালনাগাদ করার মাধ্যমে নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আমরা অব্যাহত রাখবো।’
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘নারীর প্রতি সহিংসতা মুক্ত কর্মপরিবেশ গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য আমাদের পরিদর্শক, সরকারের সব দপ্তর ও সংস্থা, উন্নয়নসহযোগী রাষ্ট্র ও সংস্থার প্রতি আহ্বান জানাই।’
আইএলওর কান্ট্রি ডিরেক্টর তোমো পুটি আইনেন বলেন, ‘আইএলও দেশে শোভন কাজের জন্য লিঙ্গসমতার উদ্যোগকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গসমতা শুধু মাত্র সামাজিক ন্যায়বিচারের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং টেকসই উন্নয়নও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত।