চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
রোববার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৬ পয়সা ইপিএস বেড়েছে।
শুধু তৃতীয় প্রান্তিকেই নয় চলতি বছরের তিন প্রান্তিকে মিলে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা।
মুনাফা বাড়ার প্রান্তিকে অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা