দেশে কর্মরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিসসহ সংশ্লিষ্ট বিভাগকে জানাতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফিস থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালের ২৩ মার্চ এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের অনুপস্থিতির সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস গভর্নর সচিবালয় এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করার জন্য আপনাদের নির্দেশনা দেয়া হয়।
সম্প্রতি ‘গভর্নর সচিবালয়’ অবলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ‘গভর্নর অফিস’ গঠন করা হয়েছে। তাই সূত্রোক্ত প্রজ্ঞাপনদ্বয়ে বর্ণিত তথ্য নিয়মিতভাবে প্রেরণসহ সব ধরনের পত্র যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহারের জন্য আপনাদের পরামর্শ দেয়া হলো। আগের প্রজ্ঞাপনের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
অর্থ-বাণিজ্য: ৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো ভুট্টার চালান
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত