দাবদাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় যেসব বিভাগের পরীক্ষা চলছে তা স্থগিত করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দৈনিক সংবাদকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম।
আইনুল ইসলাম জানান, চলতি সপ্তাহে সকল বিভাগের সব ক্লাস অনলাইনে হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা থাকলে সেগুলো স্থগিত থাকবে, এ পরীক্ষাগুলো রিশিডিউল করা হবে।
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সভা সূত্রে জানা যায়, সভায় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর