image

জবিতে চলতি সপ্তাহ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

রোববার, ২১ এপ্রিল ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

দাবদাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় যেসব বিভাগের পরীক্ষা চলছে তা স্থগিত করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দৈনিক সংবাদকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম।

আইনুল ইসলাম জানান, চলতি সপ্তাহে সকল বিভাগের সব ক্লাস অনলাইনে হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা থাকলে সেগুলো স্থগিত থাকবে, এ পরীক্ষাগুলো রিশিডিউল করা হবে।

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সভা সূত্রে জানা যায়, সভায় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

সম্প্রতি