ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল চারটায় উপাচার্যের বাসভবন(ভিসি চত্বরে) এলাকায় গায়েবানা জানাযা শেষে কফিন মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ এই পদক্ষেপ নেয়।
কোটা সংস্কার আন্দোলনে গতকাল ছয়জনের মৃত্যুর ঘটনায় এ গায়েবানা জানাযার আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানাযা শেষে তারা কফিন নিয়ে মিছিল করে টিএসসি অভিমুখে রওয়ানা দিলে পুলিশ দুইদিক থেকেই সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ মুহূর্তে তারা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও ফুলার রোড এলাকায় অবস্থান করছে।
বুধবার, ১৭ জুলাই ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল চারটায় উপাচার্যের বাসভবন(ভিসি চত্বরে) এলাকায় গায়েবানা জানাযা শেষে কফিন মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ এই পদক্ষেপ নেয়।
কোটা সংস্কার আন্দোলনে গতকাল ছয়জনের মৃত্যুর ঘটনায় এ গায়েবানা জানাযার আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানাযা শেষে তারা কফিন নিয়ে মিছিল করে টিএসসি অভিমুখে রওয়ানা দিলে পুলিশ দুইদিক থেকেই সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ মুহূর্তে তারা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও ফুলার রোড এলাকায় অবস্থান করছে।