জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শীর্ষক সংলাপ।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নাম্বার কক্ষে এ শিক্ষার্থী-শিক্ষক সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার আহমেদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাহ নিসতার জাহান কবির এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমেদ আলোচনা করবেন।
বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, অবকাঠামোগত উন্নয়নসহ উচ্চশিক্ষা বাণিজ্যিকীকরণ বিষয়ে এ সেমিনারে আলোচনা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝেছি এই গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন না থাকার ফলে গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষকেরা, যাদের আমরা অভিভাবক হিসেবে জানি, তারা আমাদের পক্ষে অবস্থান নিতে পারেননি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকীর্ণ অবকাঠামো বিস্তৃত করার জন্য কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জরুরী। এ সকল বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার জন্যই আমাদের এই সংলাপের আয়োজন করা।’
তিনি আরও বলেন, ‘এই সংলাপে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এখানে সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।’
বিজ্ঞান ও প্রযুক্তি: মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
আন্তর্জাতিক: পোকরোভস্কের পতন আরও দুর্বল করবে ইউক্রেনকে