গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত এ শোক দিবস পালিত হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে।
নিহত শিক্ষার্থীরা হলেন, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের তৃতীয় বর্ষের মো. জুবায়ের আলম সাকিব, মো. মুবতাসিম রহমান মাহিন ও মীর মোজাম্মেল হোসেন নাঈম।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী মর্মান্তিকভাবে তাদের মূল্যবান প্রাণ হারিয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। একটি পিকনিক বাসের বিদ্যুৎস্পৃষ্টে সৃষ্ট এই হৃদয় বিদারক ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সকলকে গভীর শোক, দুঃখ এবং অপরিসীম বেদনায় ফেলে দিয়েছে। এই তরুণ, প্রাণবন্ত জীবনের ক্ষতি কেবল তাদের পরিবারেই নয়, আইইউটির মধ্যেও একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তাদের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা, যা একসময় ক্যাম্পাসকে আলোকিত করেছিল, দুঃখজনকভাবে খুব তাড়াতাড়ি তা নিভে গেছে।
আইইউটি কর্তৃপক্ষ তাদের তিনজন প্রিয় ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
গতকাল শনিবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজি (আইইউটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন। এতে বিআরটিসির ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। বাসে থাকা ৬০/৭০ জন ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার, ২৪ নভেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত এ শোক দিবস পালিত হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে।
নিহত শিক্ষার্থীরা হলেন, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের তৃতীয় বর্ষের মো. জুবায়ের আলম সাকিব, মো. মুবতাসিম রহমান মাহিন ও মীর মোজাম্মেল হোসেন নাঈম।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী মর্মান্তিকভাবে তাদের মূল্যবান প্রাণ হারিয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। একটি পিকনিক বাসের বিদ্যুৎস্পৃষ্টে সৃষ্ট এই হৃদয় বিদারক ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সকলকে গভীর শোক, দুঃখ এবং অপরিসীম বেদনায় ফেলে দিয়েছে। এই তরুণ, প্রাণবন্ত জীবনের ক্ষতি কেবল তাদের পরিবারেই নয়, আইইউটির মধ্যেও একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। তাদের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা, যা একসময় ক্যাম্পাসকে আলোকিত করেছিল, দুঃখজনকভাবে খুব তাড়াতাড়ি তা নিভে গেছে।
আইইউটি কর্তৃপক্ষ তাদের তিনজন প্রিয় ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
গতকাল শনিবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজি (আইইউটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন। এতে বিআরটিসির ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। বাসে থাকা ৬০/৭০ জন ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।