জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের প্রস্তাবনা তৈরির জন্য একটি সমন্বয়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সামী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উক্ত কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রস্তাবনা বা প্রতিবেদন দাখিল করবে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের প্রস্তাবনা তৈরির জন্য একটি সমন্বয়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সামী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উক্ত কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রস্তাবনা বা প্রতিবেদন দাখিল করবে।