image

ক্লাসে ফিরল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারের দেওয়া আশ্বাসের ভিত্তিতে এক সপ্তাহ পর শ্রেণিকক্ষে ফিরেছে ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে সাত দিনের মধ্যে দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা।

মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে ১১টা ক্লাস চলে। এরপর সাড়ে ১২টা থেকে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

আন্দোলনকারীদের নেতা নূর মোহাম্মদ জানিয়েছেন, আপাতত কর্মসূচি স্থগিত থাকলেও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে গত সপ্তাহে ক্লাস-পরীক্ষা বর্জন, অনশন ও সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছিল। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন, যদিও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসেনি।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

সম্প্রতি