পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য ও কোষাধ্যক্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৮৫টি আসনের জন্য ৪২ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১.৩৯ শতাংশ উপস্থিত ছিলেন।
জানা যায়, পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা গভ. মুসলিম হাই স্কুল। পরীক্ষাটি তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে ৮৭ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮৬ শতাংশ এবং তৃতীয় শিফটে ৭০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম সংবাদকে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভালো উপস্থিতির প্রশংসা করেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ সন্তোষজনক ছিলো এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য ও কোষাধ্যক্ষ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৮৫টি আসনের জন্য ৪২ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১.৩৯ শতাংশ উপস্থিত ছিলেন।
জানা যায়, পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা গভ. মুসলিম হাই স্কুল। পরীক্ষাটি তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে ৮৭ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮৬ শতাংশ এবং তৃতীয় শিফটে ৭০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম সংবাদকে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভালো উপস্থিতির প্রশংসা করেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ সন্তোষজনক ছিলো এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।